তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সনাতন ধর্মের অন্যতম যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে তাহিরপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মধ্য তাহিরপুর মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে । শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়।
সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে এক নবরূপ ধারণ করে শ্রীকৃঞ্চের জন্মাষ্টমী উৎসবের মাঙ্গলিক মহাশোভাযাত্রায়। ব্যানার-ফেস্টুন আর বাদ্যেযন্ত্রের তালে তালে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শোভাযাত্রাটি তাহিরপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যতাহিরপুর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন,সজল বর্মন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রাজন চন্দ, কবিন্দ চন্দ,প্রানকৃষ্ন,দেবল কর, বিশ্বজিৎ, প্রদীপ দাস, রুপক, কৃপেশ সহ অসংখ ভক্তবৃন্দ।