মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার ইভেন্টে নীলফামারীর ডোমারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল আলম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী কান্ত রায়, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ।
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সোনারায় উচ্চ বিদ্যালয় ফুটবল দল। এতে সোনারায় উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করেছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টম্বর এবছরের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।