উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ রাজশাহী পুঠিয়া উপজেলাধীন ২৮ টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে,স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা:মনসুর রহমান মাননীয় এমপি পুঠিয়া দুর্গাপুর,সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,এ কে এম নূর হোসেন নির্ঝর,নির্বাহী অফিসার,পুঠিয়া উপজেলা, আঃ মতিন (মুকুল), ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা পরিষদ,মোঃ জিল্লুর রহমান, চেয়ারম্যান, ৪নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ,হাবিবুর রহমান হাবিব সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ,মৌসুমী রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা পরিষদ।
আরো উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম,সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ,খ.ম.শাহরিয়ার রহিম কনক,সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ,জনাব, আশরাফ খান ঝন্টু ১নং চেয়ারম্যান পুঠিয়া ইউনিয়ন পরিষদ,বদিউজ্জামান বদি চেয়ারম্যান বেলপুকুর ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ আব্দুল রাজ্জাক দুলাল,৩-নং বানেশ্বর ইউনিয়ন পরিষদ,মোঃ সাজ্জাদ হোসেন মুকুল চেয়ারম্যান শিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ,হোসনে আরা বেগম, চেয়ারম্যান জিউপাড়া ইউনিয়ন পরিষদ।
উপজেলা চেয়ারম্যান বলেন, অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চেয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীর সংখ্যা বেশি হয় কারণ এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভালো,এবং হাসপাতালের সকল কর্মকর্তাকে রোগীর প্রতি সহনশীল দেখাতে হবে,এবং সবশেষে,এমপির পক্ষ থেকে,পুঠিয়া মেডিকেলের জামে মসজিদে এক লক্ষ টাকা চেক হস্তান্তর করেন।