উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ আজ (১২-সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন,উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)প্রকল্পের আওতায়,পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা (২০২৩) অনুষ্ঠিত হয় উপজেলা পুঠিয়ায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক্তার মনসুর রহমান মাননীয়,এমপি পুঠিয়া দুর্গাপুর,বিশেষ অতিথি,উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু,সভাপতিত্ব করেন,জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর,উপজেলা নির্বাহী অফিসার।
বিশেষ অতিথি,জনাব,মোঃ কামাল উদ্দিন সহকারী প্রকল্প পরিচালক,(প্রশা ও অর্থ)পাঠ অধিদপ্তর,ঢাকা,জেলা পার্ট অফিসার,অজিত কুমার রায়,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পুঠিয়া রাজশাহী চিত্র রঞ্জন মিত্র।
প্রশিক্ষণে কৃষকদের মাঝে,বীজ উৎপাদন সম্পর্কে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেন,এবং কৃষকেরা বীজ উৎপাদন ক্ষেত্রে প্রশিক্ষণ দাতার কাছে জানতে চাইলে,তারা সুনির্দিষ্টভাবে কৃষকদের,সুন্দরভাবে দিকনির্দেশনা দেন,এবং বীজ উৎপাদন ক্ষেত্রে সুন্দর পরামর্শ দেন,এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৭৫ জন কৃষক।