বিপ্লব তালুকদার,নাটোরঃ নাটোরের সিংড়ায় চৌগ্রাম এলাকায় গোয়াল বাড়ি ব্রিজ হতে নিমা কদমা বাজারের মধ্যবর্তি স্থানে মাছ ভর্তি একটি নীল রঙ্গের পিকআপ বেপরোয়া ভাবে দ্রুত গতিতে চালিয়ে মোটরসাইকেল আরোহী আব্দুল মমিন (২১) কে সামনা সামনি ধাক্কা দেওয়ায় আঃ মমিন রাস্তা থেকে ছিটকে পড়ে ডাইন পাজর সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় , পিকআপ ড্রাইভার তেরবাড়িয়া গ্রামের আসামি মোঃ মুর্শিদুল পিতা জালাল সে তাহার পিকআপ এ করে আহত আঃ মমিন কে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঃ মমিনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর আসামি মুর্শিদুল পিকআপ যোগে দ্রুত পালিয়ে যায়। পরে নিহত আঃ মমিন এর পিতা বাদি হয়ে পিকআপ ড্রাইভার মুর্শিদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যর ভিক্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম গ্রাম হতে পিকআপ ড্রাইভার মুর্শিদুল পিতা জালাল কে আটক করেছে র্যাব।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা দ্বয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ এর ভিক্তিতে বিনগ্রাম বাজার বিনগ্রাম গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা।
উপরোক্ত ঘটনায় আটককৃত আসামিকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।