স্বপন কুমার রায়,খুলনাঃ সুস্থ ধারার সাংস্কৃতি চর্চার মাধ্যমে যাত্রা শিল্পের গতিকে ফিরিয়ে আনতে দাকোপ উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের আয়োজনে স্বরনসভা ও শিল্পী সম্লেলন আজ ১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল তিনটার দিকে বাজুয়া আনন্দ মেলার মাঠ প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা যাত্রা শিল্প উন্নয়ন
পরিষদের আহবাহক সুশান্ত কুমার ঘোষ অঞ্জন সভাপতিত্বে ও সদস্য সচিব আগস্টিন সরকারদেবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ভাচুর্য়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয়কার্যনির্বাহী কমিটির সদস্য,আইন বিচার বিভীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য এ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার এমপিএ সময় তিনি বলেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য হারিয়ে যাওয়া এই লোক সংস্কৃতির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২’ এর আলোকে যাত্রাদলগুলোকে নিবন্ধনের লক্ষ্যে ছয়দিনের যাত্রা উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এটি উৎসবে ১৪তম আসর।এমপি ঝর্ণা আরো বলেন,, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৩টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৫৫টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।
কালের আবর্তে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আজ শুধুই স্মৃতি।সেসব স্মৃতি এখনও শিল্পমনা মানুষ কে তাড়িয়ে বেড়ায়।সংশ্লিষ্ট প্রশাসনের নীতিবাচক দৃষ্টিভঙ্গি আর এক শ্রেণির অসাধু যাত্রাপালা প্রদর্শক ও বিকৃত রুচির দল মালিকদের অশ্লীল কর্মকান্ডের কারণে যাত্রা আজ নাগরিক সমাজে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।এমপি ঝর্ণা আরো বলেন,, প্রতি বছর শীত মৌসুমে দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন মেলা-পার্বণ উপলক্ষে যাত্রাপালার আয়োজন করা হতো,,বাঙালি সাংস্কৃতির ধারক ও বাহক এই মাধ্যমকে আবার জাগিয়ে তুলতে হবে। অবাধে যাত্রাপালা মঞ্চায়নের গরিব-দুংখী যাত্রা শিল্পীরা খেয়ে পরে বাচতে পারে যাত্রামঞ্চের নিভে যাওয়া বাতিগুলো আবার জ্বলে উঠুক।
সম্লেলন উদ্বোধন করেন যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি বদরুল আলম দুলাল,।সম্নানিত অতিথি সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আতিকুর রহমান প্রধান বক্তা সিনিয়র সহসভাপতি যাত্রা উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি মোশারেফ হোসেন দুলাল,খুলনা জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর সভাপতি অজয় সরকার,সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি এসএম শফি,কেন্দ্রীয় কমিটির যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের মহিলা সম্পাদিকা পারুল আক্তার,পায়েল দাস,,সহ মহিলা সম্পাদিকা কেন্দ্রীয় কমিটি । এছাড়া উপস্হিত ছিলেন নায়ক তাপস হালদার, চঞ্চল কুমার রায়,নায়িকা কনিকা পোদ্দার,সহ এলাকার যাত্রাশিল্পী বৃন্দ ও যাত্রা মুদী দর্শক বৃন্দ।রাতে যাত্রা পালা শেষ পরিনতী বই খানি অনুষ্ঠিত হবে।এর আগে প্রয়ত শিল্পীদের স্বরণে ক্রেস্ট প্রদান করা হয়।