এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন ( AMCSF) এর ” গাজীপুর জেলা কমিটির উদ্বোধন ” অনুষ্ঠিত হলো। আজ গাজীপুরে কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে সকাল ১০ টায় আয়োজিত হলো এই উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন মা ও শিশুদের নানান সমস্যা অধিকার এবং সময়োপযোগী নানান বিষয় নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় সেবার হাত আরো প্রসারিত করার লক্ষ্যে গঠিত হলো গাজীপুর জেলা কমিটি। উক্ত আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নানান বিষয় বস্তু তুলে ধরেন এবং আগামিতে করনীয় কার্যকম নিয়ে বিস্তার আলোচনা করা হয়। গাজীপুর রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ” জাতীয় দৈনিক আলোচিত কন্ঠের প্রকাশক ও সম্পাদক এবং এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম রুবেল সম্মানিত অতিথি জাতীয় দৈনিক আলোচিত কন্ঠের নির্বাহী সম্পাদক এবং এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের গাজীপুর জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা এডঃ মোঃ নাইবুর রহমান। এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ হযরত আলী, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোঃ শরিফুল আজম বাবু, আইন সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিক,পরিবেশ বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রত্না।
এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মোল্ল্যা, সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল, প্রচার সম্পাদক রিফাত আহমেদ সহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম রুবেল বলেন, এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এই সংগঠন আর্তমানবতার সেবার সর্বাত্মক ভাবে কাজ করার চেষ্টা করে যাচেছে। তাদের সাধ্যের মাঝে বিভিন্ন সচেতন মুলক আয়োজন করে যাচ্ছে। সৃষ্টির সেরা জীব হিসেবে একে অপরের পাশে দাড়ানো প্রয়োজন৷ আপনি যেভাবেই পারেন মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করতে হবে। তবে যেভাবে এই সংগঠন বিভিন জেলায় কমিটি দিয়েছে এবং তারা মা শিশু এবং সমাজের নানান দিক নিয়ে কাজ করছে অবশ্যই প্রশংসার দাবী রাখে তারা। সম্প্রতি গাজীপুরে তারা ডেঙ্গু বিষয়ক র্যালি ও লিফলেট বিতরন করে মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করার লক্ষ্যে।
এসময় আগামীর কার্যক্রমকে আরো বেগবান করার জন্য নানান পরামর্শ ও সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে আমন্ত্রিত অতিথিদের হাতে এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের পক্ষ হতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এশিয়ান মাদার এন্ড চাইল্ড সেফ ফাউন্ডেশনের গাজীপুর জেলা কমিটির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।