মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের শাপলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন অটো চালক জাহিদুল ইসলামের ৩ বছরের শিশু জোনায়েদ ইসলাম কিডনী রোগে ভুগছে। হতদরিদ্র পরিবারের এই ছোট শিশুটির চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে নি:স্ব হয়ে পরেছে তার পরিবার। প্রথমের দিকে শিশুটি অসুস্থ হয়ে তার পেট ফুলে গেলে ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকজন চিকিৎসক দেখানো হয়। চিকিৎসকদের পরামর্শে জোনায়েদকে আরও ভাল চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মাহমুদ হাসানের তত্ত¡াবধানে সেখানে কয়েকমাস থেকে চিকিৎসা নিয়েছে শিশুটি। সেখানকার প্রাথমিক চিকিৎসায় তার কিডনীতে জমে থাকা পানি অপসারনের ব্যবস্থা হলেও সংকটময় অবস্থায় রয়েছে জোনায়েদ। চিকিৎসকেরা জানিয়েছেন তার আরও উন্নত চিকিৎসা হওয়া প্রয়োজন তার উন্নত চিকিৎসার মাধ্যমে অপারেশন করাতে পারলে বেঁচে যেতে পারে শিশুটি। নিজের ঘরবাড়ি না থাকায় ভাড়া বাড়িতে থাকছে পরিবারটি। অটো চালিয়ে দিন এনে দিন খাওয়া জাহিদুল ইসলামের পক্ষে বর্তমানে সংসার চালানোর পাশাপাশি জোনায়েদের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পরায় সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
শিশুটির পিতা জাহিদুল ইসলাম আকুতি করে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ইতিপূর্বে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ আশপাশের মানুষের কাছে সামান্য কিছু আর্থিক সহযোগিতা পেয়ে জোনায়েদকে রংপুরে নিয়ে চিকিৎসা করিয়েছি। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা খরচ করতে আমরা সর্বশান্ত। আমরা গরীব মানুষ, আমাদের নিজের বাড়ি ভিটাও নেও যে, বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবো। তার চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই সমাজের বিত্তবান ও সমাজের সু-হৃদয়বান সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি।
জোনায়েদকে তার বাবার মোবাইল নাম্বার : ০১৯৯৫-৬৪৫৭৭৮ (বিকাশ ও নগদ) এর মাধ্যমে এবং সোনালী ব্যাংক লি:, ঠাকুরগাঁও শাখার সঞ্চয়ী হিসাব নম্বর : ১৯১৮২০১২৩৫৭৮ (জাহিদুল ইসলাম) এর মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা যাবে।