মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
আলুর বাজার দর নিয়ন্ত্রণে নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে দুই ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫শে সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌর কাঁচাবাজারে আলুর বাজার দর নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক শাসমুল আলমের নেতৃত্বে ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়।
অভিযানে হিমাগার থেকে ক্রয়কৃত ২৫ বস্তা আলুর ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রয়ের অপরাধে আলম স্টোরের মালিককে ১০ হাজার টাকা ও প্রতি কেজি আলু নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করায় খুচরা বিক্রেতা খালেককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই জগবন্ধু রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।