হাবিবুর রহমান হাবিব,চুয়াডাঙ্গাঃ দামুড়হুদায় জাতীয় বিনিয়োগ ও অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার দিবসটি ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০ টার সময় ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ হাজী শহিদুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী দামুড়হুদা মডেল থানার এসআই তোবারক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে উপস্থিত বক্তারা বলেন আমাদের দেশে এখনও এমন অনেক জায়গা আছে, যেখানে কন্যাদেরকে পরিবারের বোঝা হিসেবে মনে করা হয়। তবে বর্তমানে অনেক প্রচারের মাধ্যমে কিছুটা হলেও এই ধরনের মানসিকতা পরিবর্তন করা গিয়েছে। কন্যা সন্তান বাঁচাতে অনেক কর্মসূচি এবং পরিকল্পনাও চালু করা হয়েছে।এই আধুনিক যুগে, বেশিরভাগ পিতা-মাতাই কন্যা সন্তান চান। মাদার্স ডে, ফাদার্স ডে-এর মতোই প্রতিবছর কন্যা দিবস পালিত হবে । তাই, এই বিশেষ দিনটিতে এই সুন্দর মেসেজগুলি আপনি আপনার কন্যাকে পাঠাতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।