মোঃ রায়হান জোমাদ্দার স্টাফ রিপোর্ট শিক্ষকরা পরশ পাথরের মতো। তাদের সংস্পর্শে যারা আসে তারাও ঠিক তেমনি হয়। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষাঙ্গনের প্রতিটি পরতে পরতে তাদের অবদান অতুলনীয়। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে জ্ঞানের ভান্ডার বাড়াতে সাহায্য করে। যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের এই স্মরনীয় দিনে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাই। তবে শুধু একটি দিনের জন্য নয় প্রতিটি মুহুর্তে আমাদের জীবনে শিক্ষকের মর্যাদা এবং অবদানের কথা স্মরণ রাখতে হবে। একজন শিশু পরিবার থেকে বের হয়ে এসে বিদ্যালয়ে ভতির্র মধ্যদিয়ে তার দ্বিতীয় পযার্য় শুরু করে। প্রথম পর্যায়ে মা-বাবা যেমন তার প্রথম শিক্ষা, এই পর্যায়ে শিক্ষক-শিক্ষিকা হন তার দ্বিতীয় মাতা-পিতা। বড় হয়ে সেই শিশুটি একদিন শিক্ষা জীবন থেকে বেরিয়ে কর্ম জীবন শুরু করে। এভাবেই একদিন পরিবার থেকে বিশ্ব সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম অনুষ্ঠানে ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা বড় দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন।