আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধি “শিক্ষণে স্বাধীনতা,শিক্ষকের ক্ষমতায়ন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ৫ অক্টোবর আশ্বিনের বৈরি আবহাওয়াকে অপেক্ষা করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ সকাল ১১ টায় ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর,পোস্ট অফিস মোড় ঘুরে একটি র্যালী অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের একটি হল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।প্রভাষক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম,প্রভাষক মোঃ আকরাম হোসেন,প্রভাষক আব্দুর রিগান ও সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এ সময় বক্তারা বলেন,আগের মতো শিক্ষার্থীরা এখন শিক্ষকদের সম্মান করেন না,শিক্ষকদের নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে পাঠদানে মনোযোগী হতে হবে।শিক্ষকদের দাবি প্রতি সরকারের কাছে আবেদন জানানো হয়।