মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। এদিকে জেলায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গ আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৬৩ জন। মৃতের নাম গোলাম (৫০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর বেলা পৌনে ৩টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে সামেক হাসপাতালে ৭ জন, কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী ভর্তি রয়েছে।