মেহেরপুর প্রতিনিধি “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় দিবসটি পালন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্থানীয় সরকারের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাদির, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাপতালের তত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুর সাত্তারসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ও গ্রামপুলিশ সদস্যরা র্যালিতে অংশ নেয়। র্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।