মাসুম বিল্লাহ, বগুড়াঃ বগুড়ার শেরপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ।পানিবন্দি মানুষগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ১০ টি পরিবার শেরপুর সরকারি মডেল ডিজে হাই স্কুলে অবস্থান নিয়েছে। পানিবন্দী মানুষ গুলোর মাঝে আজ শনিবার ৭ই অক্টোবর ২০২৩ ইং তারিখ সকাল সাড়ে ১১ টায় শেরপুর সরকারি মডেল ডিজে হাই স্কুল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর নিজ তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এ সময় শেরপুর সরকারী মডেল ডি জে হাইস্কুলে অবস্থান নেওয়া ১০ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাদবাকি পরিবারের মাঝে এাণসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনু,শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী,শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন,পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পদ্মার (ববি),শেরপুর সরকারি মডেল ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন,ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি,সাধারণ সম্পাদক নেহাল প্রমুখ।