মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: শুক্রবার ২০ অক্টোবর ভোলা সদর মডেল থানাধীন ওয়েষ্টার্নপাড়া শতদল বিকাশ মাঠ পূজা মন্ডপে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ ইতিমধ্যে পূজা প্রস্তুতিকালীন, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলা জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে থাকবে এবং যে কোন প্রয়োজনে জেলা পুলিশ কে জনানোর জন্য অনুরোধ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ,পূজা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।