মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে হাশেম আলী (৪২) নামের এক বিএনপি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাশেম মেহেরপুর সদর উপজেলার ইছাখালি গ্রামের এজেল আলীর ছেলে। শনিবার বিকেল ৪টার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ র্যাব ক্যাম্পের সদস্যরা ইছাখালি নলবিলের মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। গাংনী র্যাব ক্যাম্প সূত্র জানায়, গত ২ নভেম্বার ভােরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী তিন রাস্তার মোড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে সরকারি বিরোধী, সরকার উৎখাত ও অন্তর সংঘাতমূলক কার্যক্রম করার পরিকল্পনা করছিল। এঘটনাকে কেন্দ্র করে গত ২ নভেম্বর সকালে মেহেরপুর সদর থানার এসআই(নিঃ) মোঃ রেজোয়ানুল হক বাদী হয়ে এজাহার দায়ের করেন। মেহেরপুর সদর থানার মামলা নং-০৩। ওই মামলার আসামীদের গ্রেপ্তার করতে র্যাব-১২, সিরাজগঞ্জ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেনের দিকনির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুর এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা ইছাখালি মােড়ে অভিযান চালায়। অভিযানে ওই মামলার ১১ নং এজাহারভূক্ত আসামি বিএনপির সমর্থা হাশেম আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।