মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)। ঈদগাঁও মাছ বাজার ব্যবসায়ী ভাই ভাই একতা সংগঠনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পাঁচটি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। দুইটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মাছ বাজারের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। সংগঠনটি হচ্ছে মাছ বাজার ভিত্তিক একটি রাজনৈতিক সংগঠন। ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিতরা হলেন সভাপতি শওকত আলাম (চেয়ার- ৮৬ ভোট)। সহ-সভাপতি মোহাম্মদ আলী (আনারস- ১০৩ ভোট)। সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাক রুবেল (মোটর সাইকেল- ১২১ ভোট)। সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক (হরিণ- ১১৬ ভোট)। সাংগঠনিক সম্পাদক জহির ঊদ্দিন (মই+ ১২৫ ভোট)। সংগঠনের স্লোগান হচ্ছে ‘একতা, শৃঙ্খলা, পরিশ্রম, উন্নয়ন’। প্রধান নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম জানান, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ কামাল এবং তথ্য ও প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শাহ আলম কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসার-১ ওয়াহিদুর রহমান এবং প্রিসাইডিং অফিসার- ২ ছিলেন মোহাম্মদ কামাল। মোট ভোটার ছিলেন ১৭৭জন। ভোট দেন ১৭১ জনে। ভোট নষ্ট হয় ৯ জনের। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল প্রকৃত মাছ ব্যবসায়ী, শুটকি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীদের পার্টনার এবং মাছ বাজার সংশ্লিষ্ট কিছু দোকানদার। নির্বাচন পর্যবেক্ষণে যান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, জ্বালাবাদ এক নম্বর ওয়ার্ডের মেম্বার মোক্তার আহমদ, ছৈয়দ আলী, বেলাল উদ্দিন, মুসলেম উদ্দিন প্রমুখ । নির্বাচন উপলক্ষে মাছ বাজারে বেশ কয়েকদিন সাজ সাজ রব চলে।