মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ভোমরা সীমান্ত থেকে ১ কেজি ৪১০ গ্রাম ওজনের ১০ পিস (তেজাবী) স্বর্ণের বারসহ এক চোরাচালানীকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সীমান্তের মেইন পিলার ৩ হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোমরার বাশকল নামক স্থান থেকে ওই স্বর্ণসহ তাকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৬ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।
আটক স্বর্ণ চোরাচালানীর নাম মোঃ আশরাফুল ইসলাম (২৪)। সে সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মোঃ নুর হামজার ছেলে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণেরবার গুলো ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৬ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা বলে জানান তিনি।