নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা’র আয়োজনে বই পাঠে উৎসাহিতকরণের লক্ষ্যে “কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জননী নূরবানু শিক্ষা পদক-২০২৩, অভিভাবক সমাবেশ ও চিকিৎসাধীন যক্ষা রোগীদের মানষিক সুস্থতা’র লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বক্ষব্যাধি হাসপাতালের পেশ ইমাম আব্দুর রহমান।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সুপারিনটেন্ডেন্ট ডা: মোহা: মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক রিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় গণগ্রন্থাগার অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো: মাসুদ রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: শোভন পাল, উপ-তত্বাবধায়ক নাজমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন জননী গ্রন্থাগার এর সভাপতি লতারাণী মহন্ত, সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সুমি হক প্রমুখ
বক্তাগণ বলেন, বই পাঠের বিকল্প নাই, পাঠ্য পুস্তকের পাশাপাশি ভালো অন্যান্য বই পাঠে ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার আহ্বান জানান।
প্রধান অতিথি বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে জননী নূরবানু শিক্ষা পদক-২০২৩ প্রদান করেন। পদক প্রাপ্তবৃন্দ যথাক্রমে শামস্ মাহামুদ শান, তাসনিয়া আলম, আদনান সামী, দীপশিখা পাল, সামিন ইয়াসির, লাবণ্য প্রভা মহান্ত, সিনদীদ নুরে সিয়াম, আমানুল্লাহ আনসারী, আরাফাত কোরাইশি, মুবাশশিরা নীলিমা, উদ্যতি সিনহা, এইচ.এম.জেড.প্রাচুর্য্য হাই, আইরিন জাহান।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দিন, কবিতা আবৃত্তি করেন মিলন, সংগীত পরিবেশন করেন সুমি আহম্মেদ, রিজিয়া, নদি, মামুন, সুইটি, সুজন, জলি, শাহিন, সাথী, বাদশা, মিলন, রিয়া, প্যাডে ছিলেন রাসেল, কিবোর্ডে হামিদুল, বাঁশিতে সাইফুল এবং নৃত্যে মাসুদ।