মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা-যশোর সড়কে চলন্ত ইট ভাঙা মেশিন থেকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার-এসও হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার শিকার হওয়া যুবক যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে শাবুর আলী। শাবুর আলী ইট ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করে। বুধবার সকালে সে তার ইটভাঙ্গা মেশিন চালিয়ে যাওয়ার সময় কলারোয়ার খাদ্য গোডাউন মোড়ে আসলে রাস্তার অপর পাশ থেকে একটি বাচ্চা পার হওয়ায় বাচ্চাকে বাঁচাতে গিয়ে ইটভাঙ্গা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। শাবুর আলী নিচে পড়ার পরে খোঁয়াভাঙ্গা মেশিন তার মাথার উপর পড়লে মাথা থেঁতলে গিয়ে ঐ জায়গায় তার মৃত্যু হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে ইটভাঙ্গা মেশিনের চালক নিয়ন্ত্রন হারিয়ে নিচে পড়ে যায় এবং গাড়িটি তার মাথার উপর পড়ছে মাথা থেতলে তার মৃত্যু হয়।