নীলফামারী প্রতিনিধিঃ জানো প্রকল্পের ‘উন্নয়নের জন্য নাটক (টিএফডি) প্রদর্শনী’ এর আওতায় স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন এবং শিশু বিয়ে প্রতিরোধে নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে জানো প্রকল্পের বোড়াগাড়ী শাপলা দলের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ জানো প্রকল্পের প্রতিনিধি, স্থানীয় স্বাস্থ্যকর্মী ও শাপলা দলের নেতৃবৃন্দ। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটক মঞ্চায়নের জন্য সকলকে ধন্যবাদ প্রদান সহ সচেতন হওয়ার তাগিদ প্রদান করেন।