উপজেলা প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কয়েলের আগুনে একটি গরু-দুটি ছাগলসহ ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, মালামাল উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন মো আবুল কালাম (৪৫) ও তার স্ত্রী মোছা নাজমা বেগম (৪০) স্থানীয় লোকজন তাদের মূর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে ভর্তি করেছেন।
সোমবার দিবাগত রাত ১১.৫০ মিনিটে দিকে উপজেলার পুঠিয়া ইউনিয়নের (পশ্চিম-পালোপাড়া) গ্রামের আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো:আশরাফ খান (ঝন্টু) বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগি কালামের পরিবার রাতের ঘুমন্ত অবস্থায় ছিল,এ সময় হটাৎ গরুর ঘর থেকে আগুন জ্বলে উঠে। কালাম ও তার স্ত্রী নাজমা তার গোয়াল থেকে গরু ও ছাগল বের করতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়। গ্রামের লোকজন তাদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালের ভর্তি করেছেন। অপরদিকে বাড়ি-ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ একটি গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে যায়।
চেয়ারম্যান বলেন, আগুনে ওই পরিবারের প্রায় দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়ে,সেই সাথে তার পুরো পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
পুঠিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এমন কনো তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি কেউ আমাদেরকে অবগত করেনি, আপনার কাছ থেকে জানলাম।