সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা মঙ্গলবার জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারন্সি ইটারন্যাশনাল বাংলাদেশ ও অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি (সনাক),ইয়েস (ইয়ুথ এনগজমট অ্যান্ড সাপোর্ট) ও এসিজি ( অ্যাকটিভ সিটিজন্স গ্রুপ) এর প্রায় দেড় শত সদস্যদের নিয়ে এ অভিজ্ঞতা শেয়ারিং করা হয়। দুর্নীতি প্রতিরোধ সামাজিক আন্দোলনের অভিজ্ঞা শেয়ারিং এর পাশাপাশি এ কাজে শিক্ষনীয় বিষয় এবং ভবিষ্যত করনীয় নির্ধারণ করা হয়।
কুড়িগ্রাম সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ হিতষী সংঘের সভাপতি এ, ক এম সামিউল হক নান্টু,, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অব্দুল খালেক ফারুক, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী বেগম, উপাধ্যক্ষ উদয় শঙ্কর , শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী, সাংবাদিক হুমায়ুন কবীর সূর্য, চাষী নুরনবী সরকার, মিজানুর রহমান, জাহানুর রহমান খোকন, টিআইবি’র এরিয়া ম্যানেজার সুমন দাস প্রমুখ।