মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকে সাধারণ রোগীদের পুষ্টি সেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদান সহ বাল্যবিবাহ প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে কমিউনিটি সাপোর্ট গ্রুপের (সিএসজি) সদস্যদের সঞ্জিবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (২৪শে ডিসেম্বর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জয়েন্ট অ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সঞ্জিবনী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন—৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান সহ জানো প্রকল্পের প্রতিনিধি, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের আলোচনা সভায় কমিউনিটি এলাকায় বসবাসরত শিশু, গর্ভবতী, কিশোর-কিশোরী ও হতদরিদ্র মানুষদের কমিউনিটি ক্লিনিকে এসে পুষ্টি সেবা, সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ ও বাল্যবিবাহ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।