সোহেল তানভীর, স্টাফ রিপোর্টার: “সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৯ বছরে” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৮ পেরিয়ে উনিশ বছরে পা রাখল দেশের জনপ্রিয় এই টিভি চ্যানেলটি।
দিবসটি উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন টেলিভিশনটির জেলা প্রতিনিধি নাহিদ রেজা।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, বিসিবির পারফরমেন্স এনালিষ্ট রাশেদ ইকবাল সহ অন্যান্যরা।
এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টেলিভিশন সবার আস্থা অর্জন করে চলেছে। মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। তাই এ প্রচেষ্টার ধারা আগামীতেও অব্যাহত থাকবে এ প্রত্যাশা করেন সকলেই।
আলোচনা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এর আগে বৈশাখী টিভির জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও প্রসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিষ্ট ক্লাব সহ বিভিন সংবাদকর্মীরা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু।