শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জে ১৯৩০খৃঃ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ঃ০০ ঘটিকায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক জয়দেব ঘোষ।
সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম বক্তব্য বলেন আমি সভাপতি হওয়ার পর থেকে স্কুলের অবকাঠামো গত উন্নয়ন করেছি, সমগ্র স্কুলকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছি, স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর হতে এই প্রথম আমি স্কুলের ছাত্র-ছাত্রী ,শিক্ষক এবং অভিভাবকদের সুপেয় পানি পান করার জন্য পুরুষ এবং মহিলাদের পৃথক পৃথক দুটি পানির প্লান্ট স্থাপন করেছি, যারা ইস্কুলের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং জমিদাতা ছিলেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্কুলের ওয়ালে তাদের নাম ফলক স্থাপন করেছি, বয়সন্ধিকালে মেয়েদের শারীরিক যে সমস্যাগুলো হয় জন্য ৭.৫ লক্ষ টাকা ব্যয়ে কিশোরী মেয়েদের রিফ্রেস কর্নার নির্মাণ, বাচ্চাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য মা সমাবেশের মাধ্যমে মায়েদের সাথে মতবিনিময় এবং পরামর্শ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন রামধনু কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী এম এ আশিক, বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যানেজিং কমিটির সদস্য তপন ঘোষ, অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, সুধীজন, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা।