স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা ধরনের কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, ২০২৪ উপলক্ষে ৪৫ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টারদিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় দাকোপ উপজেলা নির্বাহীঅফিসার জয়দেব চক্রবর্তীরসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা -১ আসনের সাংসদ ননীগোপাল মন্ডল।এ সময় তিনি বলেন,, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিজেদের কে তৈরি করতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ এম এ হক,। বক্তব্য দেন দাকোপ উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা বঙ্কিম হালদার, সমাজ সেবা অফিসার প্রজিত রায়, সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুমান্ত পোদ্দার,। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা ২৩ ও ২৪ জানুয়ারি এ মেলা চলবে।মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি ভিক্তিক ১৩ টি স্টোল দেখা যায়।