উপজেলা প্রতিনিধি :মোঃ জালাল (৫৫) পিতা মৃত,বাহার,গ্রাম,পশ্চিমভাগ, পুঠিয়া মোল্লাপাড়া হাটে,পিয়াজ রসুন বিক্রয় করে তার নিজ ভ্যান গাড়ি নিয়ে,বাড়ি ফেরার পথে,বাঁশবাড়ী বাজার সংলগ্ন এলাকায়,পৌঁছালে একদল সন্ত্রাসী,দেশীয় অস্ত্র দারা এলোপাথাড়ি আঘাত করে,
এক পর্যায়ে,গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে,সেই অবস্থায় সন্ত্রাসীরা তার কাছে থাকা,নগদ ৩০ হাজার টাকা,নিয়ে পালিয়ে যায়,এলাকাবাসীর সহায়তা,ও তার ছোট ছেলে ফোন পেয়ে দ্রুততার সাথে পুঠিয়া মেডিকেলে নিয়ে আসলে,রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুততার সাথে রাজশাহী মেডিকেলে হস্তান্তর করেন।
ঘটনাটি ঘটে (২৪/১/২০২৪) তারিখে দুপুর ১ টায় দিকে,পুঠিয়ার বাঁশবাড়ি,বাজারে।
এই ব্যাপারে,জালালের ছেলে মোহাম্মদ ইসলাম (৩০) বলেন,দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে,সব সময়ই বিভেদ এবং হুমকি ধামকি দিয়ে আসছিল,কিন্তু জমিটি আমরা কোর্ট থেকে রায় পেয়ে,এবং আমাদের জমির কাগজ ও কোর্টের রায় দেখে পুঠিয়া থানা থেকে ওই জমি আমাদেরকে,ফসল করার অনুমতি দেয়,সেই ক্ষেত্রে আমরা ওই জমি ফসল ফলাই,মূলত সেই কারণেই,আমার বৃদ্ধ পিতাকে তারা অন্যায় ভাবে মারপিট করে,আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই,এই ব্যাপারে পুঠিয়া থানা তে আমি একটি মামলা করেছি।
আসামিরা হলেন,মোঃ একরাম (৫৫) পিতা মৃত করিম,২। মোঃ আব্দুল্লাহ (২৪) ৩। মোহাম্মদ আমির উল্লাহ (২২) উভয় দুই আসামি একরামের ছেলে,গ্রাম,বাশঁবাড়ী,পুঠিয়া রাজশাহী।
এ ব্যাপারে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ জানান, পুঠিয়া থানা তে একটি মামলা হয়েছে, বিষয়টি আসলে দুঃখ বেদায়ক ঘটনা,একজন অসহায় ভ্যান চালককে পিটানো,ঠিক হয় নাই, আইন কেউ নিজের হাতে,তুলে নিতে পারেনা,অপরাধী যেই হোক না কেন,তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।