মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন তেতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি কাঠের বোটকে তল্লাশী করার নিমিত্তে থামার সংকেত প্রদান করা হলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালাতে থাকে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে তারা দেবীর চর এলাকায় নদীর তীরে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটি তল্লাশী করতঃ বোটের ভিতরে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়।