স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ মহাধুমধাম ও উৎসব মুখর পরিবেশে খুলনার দাকোপের হনিনটানার সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত শ্রীশ্রী কালীাতা ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা ও পুজা অর্চনা, দিনব্যপী প্রসাদ বিতরন ২৪ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়। ১২৭ বছরের ঐতিহ্যবাহী কালীমন্দির প্রথম পুজার সুচনা করেন মনিমোহিনী ঐ সময় সেবাইত ছিলেন প্রয়ত সুনেন্দ্রনাথ রায়।কৈলাশগঞ্জ ইউনিয়ন এর ০৭নং ওয়ার্ডে অবস্হিত ।উক্ত কালী মন্দির টি দির্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছিলেননবা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন স্বগীয় সুরেন্দ্রনাথ রায়ের পরিবারের শিক্ষক মনোরন্জন রায়। তিনি প্রয়ত হলে নতুন কমিটি পূজা অর্চনা কমিটি পরিচালনা করে আসছে। খুলনা ,ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে পূজা অর্চনার সময় প্রধান
অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা করেন,
খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল,
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,সিনিয়র সহসভাপতি ও লাউডোব পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়,সকল ইউনিয়নের সদস্য সদ্যসা বৃন্দ।ঠাকুরানী মন্দিরের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,সাধারন সম্পাদক চিরন্জিত রায় সহ সম্পাদক উত্তম মন্ডল,ধর্মবিষয়ক সম্পাদক তপন সরকার (ইউপি সদস্য)বিমল রায়,বিজন রায়, পরোহিত কার্তিক চক্রবর্ত্তী, গৌতম চক্রবর্ত্তী, নয়ন চক্রবর্ত্তী সহ কমিটির অন্য সকল সদস্য বিন্দ।
সার্বিক ব্যবস্হাপনায় কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,পুজা মন্দিরে হাজার হাজার ভক্তপ্রান মানুষেরসমগম ঘটে।