মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত শাহাজুল শেখ এর ছেলে শেখ বিজয় (২১),একই উপজেলার কােমরপুর গ্রামের বিল্লাল শেখ এর ছেলে প্রিন্স শেখ (৩৪) ও সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪),যশাের কতােয়ালী থানাধীন ঝুমঝুমপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে হাসন রাজা (২৯) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলামিন হােসেন (৩১)।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পিস্তলসহ আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জানান,আহসান খান জানান,
মুজিবনগর থানা পুলিশ জানতে পারে শিবপুর গ্রামের শেখ বিজয়ের বাড়িতে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছে ।
গােপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ওসি নেতৃত্বে পুলিশের একটিদল শিবপুর গ্রামের শেখ বিজয় এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার বাড়ির সেপ্টি ট্যাংক থেকে ১ টি বিদেশী পিস্তল,১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয় । এসময় ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়।
আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে, তারা পুলিশকে জানায় আধিপত্য বিস্তারের জন্য এগুলো তাদের হেফাজতে রেখেছিল। এদিকে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এরা অনলাইন জুয়ার বিভিন্ন ভাবের প্রযুক্তি মোবাইল ফোনের মাধ্যমে এলাকায় জনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এরই প্রেক্ষিতে পুলিশ আরো তিন জনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে । এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যাতে আর না হয় এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদের কেউ ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।