এস এম মাসুদ রানা,দিনাজপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন । ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভির শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মাসুম (ক্রাইম এন্ড অপস্)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় দিনাজপুর জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024