মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ “নারীর সমঅধিকার, সমসুযোগ
এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যে ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এবং বোরহানউদ্দিন মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে ৮ ই মার্চ শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে শেষ হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ..
June 5, 2024