বিলালুর রহমান,সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ই মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভারে এই ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল হতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার জানান, এই ওয়ার্ডে ৩ হাজার ৬৬ জন পুরুষ ও নারী ভোটার রয়েছেন। তার মধ্য উপস্থিত থেকে ভোট দিয়েছেন ২ হাজার ৯৭ জন।
নির্বাচনে মো মাসুম বিল্লাহ মোরগ প্রতীকে ৭৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫১ ভোট।
এদিকে ভোট গ্রহন চলাকালে কেন্দ্র পরিদর্শনে করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) তাজুল ইসলাম (পিপিএম) অফিসার (তদন্ত) মোহাম্মদ আল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য: গত জানুয়ারি মাসে সড়ক দুঘর্টনায় দরবস্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মঈনউদ্দীন নিহত হওয়ায় এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।