এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ “দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় কচুয়া উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন কচুয়ার সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিারোজ আহম্মেদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, সহকারি সমাজসেবা কর্মকর্তা, সাবেক শিক্ষক সাংবাদিক সমীর বরন পাইক, ফায়ার সার্ভিস কর্মকর্তা, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, যুবউন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুর রহমান সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ..
June 5, 2024