মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ
গত রবিবার নেপালের কাঠমুন্ডতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৩-২ গোলে বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর এই লড়াইয়ে টাইব্রেকারে মূখ্য ভূমিকা পালন করে পঞ্চগড়ের মেয়ে গোলরক্ষক ইয়ারজান বেগম। কুড়ে ঘর থেকে উঠে আসা এই তরুণ গোলরক্ষকের জীবন নিয়ে সময় টেভিলিশনে সংবাদ প্রচারের পর ইয়ারজানের গ্রামের বাড়ি পঞ্চগড়ে ছুটে গিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে সংবাদ প্রচারের পর দুপুরে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে ইয়ারজান বেগমের বাড়িতে গিয়ে তার বাবা-মার হাতে আর্থীক অনুদান হিসেবে নগদ অর্থ ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী এবং খাদ্য উপহার তুলে দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর রংপুর সিও কমান্ডার আরাফাত ইসলাম। পরে তিনি ইয়ারজান বেগমের বাড়ি ঘুরে দেখেন, এবং যে কোন সমস্যায় তাদের পাশে থাকবেন বলে জানান তিনি।এদিকে র্যাবের এমন ভূমিকা দেখে খুশি ইয়ারজানের বাবা ও মা।এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১৩ এর মেজর ওমর ফারুক, লে. কমান্ডার মেহেদী হাসান, র্যাব-১৩ অতিরিক্তর পুলিশ সুপা খন্দরকার গোলাম মুর্তুজা, স্কেয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।SOT-01 RAB CO < কমান্ডার আরাফাত ইসলাম, সিও, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩/ রংপুর ইয়ারজানের বাবা-মা >