স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ ১৩ মার্চ বুধবার দিনব্যাপী গণ সংযোগ, লিপলেট বিতরণ ও আর্শীবাদ চেয়ে মতবিনিময় করেছেন দাকোপের কৃতিসন্তান গণ মানুষের নেতা দাকোপ উপজেলা আওয়ামী লীগের
সিনিয়র সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ।তিনি আজ দিনব্যাপী দাকোপের সুতারখালী ইউনিয়নের কানাবগি এলাকায় গণসংযোগ করেন। ,এ সময় উপস্হহিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশগজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল,গাজী সাহাব উদ্দিন, নিহার মন্ডল , জয়ন্তী রানী সরদার,নিতাই জোয়ার্দার, নিমাই মন্ডল, বাসুদেব রায় , রাসেল রনি,সোহাগ মন্ডল, শেক্সপিয়ার মন্ডল সহ আরো অনেকে।
সর্ম্পকিত খবর সমূহ..
June 29, 2024