আতাউর রহমান তুহিন,কয়রা,খুলনা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ১৭/০৩/২০২৪ তারিখে ৯: ৩০ ঘটিকায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব বি. এম. তারিক- উজ- জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ১০৪, খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) জনাব মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম টিপু সুলতান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান জনাব এস এম বাহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাহার বক্তব্যে বলেন :- আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু ছিলেন স্বপ্নচারী ও সম্মোহনী নেতা। তিনি জাতিকে স্বপ্ন দেখেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হবে, স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, এই স্বপ্ন সকলেই দেখাতে পারেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমাদের শিশুদের সহ সবাইকে এগিয়ে যেতে হবে।
সর্ম্পকিত খবর সমূহ..
September 10, 2024
September 10, 2024
September 10, 2024