শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিস্মরণীয় নাম। তার অদম্য সংগ্রামী চেতনার ফলে আমরা পরাধীনতার শৃংখল ভেঙে স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পেরেছি।
বাংলাদেশের স্থপতি এই মহান নেতার ১০৪ তম জন্মবার্ষিকীতে ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এর আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান বর্ণঢো রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় টায় কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুরালের পাদদেশে জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহরিয়ার খান রিপন, সুশিলনের হিসাবরক্ষক কৃষ্ণ কর্মকার, অভ্যন্তরীণ অডিট কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় সুশীলন এর সঞ্চয় ও ঋণদান কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রের মাঠ কর্মী ও এরিয়া ম্যানেজাররা উপস্থিত ছিলেন ।
র্যালি শেষে সুশীলন কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু এর নেতৃত্বে আবারো র্যালি করে সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে আসে।