স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ দাকোপের লাউডোব এর খুটাখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ বছর শিক্ষকতা জীবন শেষে সহকারী শিক্ষক ফনীভুষন সরকার এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে খুটাখালী নতুন বাজার সরকারী প্রাথমিকবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি( প্রিয়ংকা) অনুসূয়া রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিতছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাপস হালদার।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফনী ভুষন সরকারের শিক্ষকতাকালীন জীবনের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগতিক বক্তব্য রাখেন অমিও রায়,।, প্রধান অতিথির বক্তৃতায় ০৬ ওয়ার্ডের ইউপি সদস্য তাপস হালদার বলেন দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করার পর বিধি মোতাবেক আপনি বিদ্যালয় থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি।আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে।
এ সময় উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক আশীষ সেন,মন্দাক্রান্তা দাস,শৈভ্যা মিস্ত্রী এলিনা খাতুন, ,জোতিকণা রায় সহ অভিবাবক বৃন্দ।
শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক কে ফুলের মালা দিয়ে বিদায় জানান। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন
জোত্যিকণা রায়।
সর্ম্পকিত খবর সমূহ..
September 14, 2024
September 14, 2024