আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরে ‘ঐতিহ্যে গোপালপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।
প্রত্যেকটি প্যাকে ৩কেজি চাউল,১কেজি মসুর ডাউল, ১ কেজি পোলার চাউল,১লিটার তেল, খেজুর ১ কেজি, ৩ কেজি আলু, চিনি ১ পোয়া, গুড়া দুধ ১০০ গ্রাম, ট্যাংক ১০০ গ্রাম, সেমাই ২ প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম সামগ্রী রয়েছে।
সোমবার (১৮ই মার্চ) সকাল ৯ঃ০০ ঘটিকায় গোপালপুর কৃষি ব্যাংকের অপজিটে মধুমতী কমপ্লেক্স সংলগ্ন আনোয়ারা শিশুপল্লী একাডেমি স্কুল চত্বরে এই ইফতার ও ঈদ ফুড প্যাক বিতরণের শুভ উদ্ভোদন করেন বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু ও মোঃ ফেরদৌস খান।
২০টি হতদরিদ্র পরিবারে এ ফুড প্যাক বিতরণ করা হয়, বিতরণে অংশ নেন, ঐতিহ্যে গোপালপুর স্বেচ্ছাসেবী সংগঠনের মডারেটর মোঃ হামিম খান, সাদিক বেগ, সোহান খান, ইমতিয়াজ খান,প্রমূখ।
এ বিষয়ে এডমিন ফেরদৌস খান বলেন, ‘ঈদ ‘ফুডপ্যাক’ ফান্ডে দু’জন শুভান্যুধ্যায়ীদের জমাকৃত অর্থ দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি, দাতা তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই নাম প্রকাশ করছিনা, আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি বিবেচনায় করে গ্রুপের এডমিন ও মডারেটরগণ দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহারের ‘ফুডপ্যাক’ পৌঁছে দিয়েছিলো,
খান আসাদুজ্জামান টুনু বলেন,“ ঈদ ফুড” প্যাক বিতরণ একটি অনুপ্রেরণা মাত্র। সকল সামর্থ্যবান ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে দূর্বল প্রতিবেশীর পাশে দাঁড়ালেই কেবল এই কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে”। কার্যক্রমে আর্থিক ও মানসিকভাবে সহযোগী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ‘উৎসবে-দূর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে, আমাদের ঐতিহ্যে গোপালপুর আপনার পাশে’ উল্লেখ্য ২০২০ সালে ঐতিহ্যে গোপালপুর প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন।