বিলালুর রহমান,সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেট তামাবিল জাফলং মহাসড়কে গনগন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে নিরাপদ সড়ক চাই স্লোগানে জৈন্তাপুরে চলছে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ গোসনার কর্মসূচি। মঙ্গলবার সকাল ১১টা থেকে
জৈন্তাপুর বাসীর আহবানে উপজেলার প্রবেশ গেইট জৈন্তিয়া গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি এলাকায় স্থানীয় শতশত মানুষ এই কর্মসূচী পালন করছে।
আন্দোলনরতরা জানান তামাবিল মহাসড়ক মৃত্যুর আরেক নাম আমরা আর মরতে চাই না প্রশাসনের কাছে আমাদের দাবি যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে কটুর শাস্তি দিতে হবে,এছাড়া অধ্যক্ষ লাইসেন্স বিহীন ড্রাইবার দের যানবাহন চালানো বন্ধ করতে হবে,এবং চোরাই পন্যবাহী নম্বর বিহীন ডিআই পিক-আপ গাড়ি অনির্দিষ্টকালের জন্য তামাবিল মহাসড়কে বন্ধ ঘোষণা করতে হবে, এছাড়া বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাদের আন্দোলন কর্মসূচী চলছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সার্কেল এসপি শাহিদুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, মডেল থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, জেলা পুলিশের টিআই এডমিন রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি আব্দু সালাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী,
জানা যায় গতকাল সোমবার(১৮ মার্চ) তামাবিল মহাসড়ক সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর সামনে গরুর বোঝা পিক-আপ লেগুনা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়। এঘটায় আরো ৪ জন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।