মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক জােড়পুকুরিয়া গ্রামের আব্দুস সালামের নগদ টাকা,আসবাবপত্র ও গৃহপালিত গরু-ছাগল ও হাঁস পুড়ে মারা যায়।
সোমবার দিবাগত রাত ২টার দিকে
এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুস সালাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
ভুক্তভোগীর বাবা আব্দুস সাত্তার জানান, প্রতিদিনের মতো তিনি রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে প্রতিবেশীরা সেহরীর ভাত রান্নার সময় আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। ততক্ষণে গোয়াল ঘরে থাকা ১টি বড় এঁড়ে গরু, ৫ টি বড় খাসি ছাগল, ১০ টি রাজ হাঁস পুড়ে ভষ্মিভুত হয়। আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়লে ওই ঘরে রাখা নগদ কিছু টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি।