স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ উপজেলার কৈলাশগজ্ঞে অভিযান পরিচালনা করে একটি গাঁজা গাছ সহ একজনকে আটক করেছে।এ ঘটনায় মাদ্রক দ্রব নিয়ন্ত্রক আইনে থানায় মামলা দায়ের হয়েছে।দাকোপ থানা মামলা বিবরণ সুত্রে জানাযায় আজ ২১ মার্চ বৃহস্পতিবার সকাল অনুমানিক ৭টারদিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃআব্দুল হকের নির্দেশে থানা পুলিশের উপ-পরিদর্শক বিজয় কর্মকার সংঙ্গীয় ফোর্স সহ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের কৈলাশগঞ্জ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাশগঞ্জ ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া আসামি বিশ্বজিত রায়ের সবজি ক্ষেতে গাজা চাষ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীর সবজি ক্ষেত থেকে একটি তাজা গাজা গাছ যার ওজন ১কেজি ১শত গ্রাম উদ্ধার ও ঘটনায় জড়িত আসামীকে গ্রেপ্তার করে। এঘটনায় বিশ্বজিৎ রায়কে মাদক আইনে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং -১৩, তারিখ ২১/৩/২০২৪।
সর্ম্পকিত খবর সমূহ..
September 9, 2024
September 9, 2024