মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের ঘোড়ায় চড়ে ভিক্ষা করে সেই জালু মিয়ার পাশে দাড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর গঙ্গাপুর গ্রামের মটবাড়িতে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন জালাল ওরফে জালু মিয়া ও তার স্ত্রী শাহানুর বেগম। নিজের জায়গা-জমি না থাকায় অন্যের জমিতে কোনো রকম একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস করছেন তিনি। ঝড়-বৃষ্টির দিনে ভিজে যান তারা।
নিঃসন্তান জালু মিয়া এক সময় দিনমজুরের কাজ করলেও কাজ করার ক্ষমতা কমে গেলে জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন। বেশ কয়েক বছর হেঁটে ভিক্ষা করে এক সময় হাঁটার ক্ষমতাও কমে যায় তার। পরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করার পরিকল্পনা নেন তিনি।
তাই ভিক্ষার টাকা জমিয়ে ১৩ হাজার টাকা দিয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কেনেন একটি ঘোড়া। এরপর জালু মিয়া ঘোড়ার পিঠে চড়ে তাদেরসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে ভিক্ষা করে যাচ্ছেন। অন্যদিকে তার স্ত্রী শাহানুর বেগম গ্রামের বিভিন্ন বাড়ি ও বাজারে ভিক্ষা করে এমন তথ্য চিত্রে গত বছরের এপ্রিল মাসে বিভিন্ন জাতীয় দৈনিক,স্যাটেলাইট টেলিভিশন এ নিউজ প্রকাশ হলে ও ভাগ্যে ঘুরে নি জালু মিয়ার পরে এ বছরের জানুয়ারি মাসে আবার স্থানীয় সাংবাদিকদের কাছে জালু মিয়া ছুটে গেলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান কে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জালু মিয়াকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন এবং ২১ মার্চ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্থায়ী ঘর নির্মাণের জন্য ২৭ টি (৩ ভান) টিন বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টিন জালু মিয়াকে প্রদান করেছি এছাড়া ও তার জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।