ইউসুফ চৌধুরী,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবার ও প্রতিষ্ঠানকে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বেলা ১১ টার সময় প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা হলরুমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ।
এসময় ৩০ বান্ডিল ঢেউটিন ৩০ জনের মাঝে, নগদ অর্থ ২৫ জনের মাঝে ১ লাখ টাকা ও ১০০ জনের মধ্যে ২ মেট্টিক টন খাদ্য শষ্য (চাউল) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, বাকশিমইল ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ধূরইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বকুল প্রমূখ।