নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কোট থেকে দারুশা পর্যন্ত ৫ দশমিক ৬৮ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
শনিবার (২৩ মার্চ) সকালে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রাজশাহী কোর্ট হতে পবা উপজেলার দারশা পর্যন্ত ৫ দশমিক ৬৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। ৬ কোটি ১০ লাখ ১৭ হাজার ১৯০ টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, সাবেক জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।