নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে যাকাতের টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের সংগ্রহকৃত অর্থ ৩২জন দুস্থ পরিবারের মাঝে ২ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়াও এদিন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প” এর আওতায় তালিকা ভুক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ কর্মসূচীর আওতায় উপজেলার ২ হাজার ৫২০ জন চাষী বিঘাপ্রতি ১ কেজি পাটবীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার পাবেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, ইসলামিক ফাউন্ডেশন পবা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুসলেহুদ্দীন, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মডেল কেয়ার টেকার রুহুল আমিন নুরী, ইসলামিক ফাউন্ডেশন, পাট উন্নয়ন কার্যালয়ের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।