মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বোরহানউদ্দিন থানার এসআই মনজুর হোসেন এবং জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা সদর মডেল থানার এএসআই নাজির হোসেন।
শনিবার ৬ এপ্রিল সকালে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাদের কে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়ে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা গেছে,গত মার্চ মাসে এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ বোরহানউদ্দিন থেকে এসআই মনজুর হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয়,মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় নিয়মিত জেলা পুলিশের অভিযানে কঠোর ভূমিকা রাখায় তাকে এ পুরস্কৃত করা হয়।
এদিকে গত মার্চ মাসে ভোলা সদর মডেল থানার এএসআই নাজির হোসেনের নেতৃত্বে ৮ টি সাজা সহ মোট ২৩ ওয়ারেন্ট তামিল হওয়ায় তাকে এ পুরস্কৃত করা হয়েছে বলে জানা গেছে,তবে এএসআই নাজির হোসেন জেলা ও বিভাগে এর আগে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
এদিকে পুরস্কৃত হওয়ায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসআই মনজুর হোসেন ও এএসআই নাজির হোসেন।